ডেস্ক রিপোর্ট, কমিউনিটি নিউজ
রাজশাহী শহরের বাগমারা এলাকায় মরা গরুর মাংস বিক্রির অপরাধে একজন কসাইকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত কসাইয়ের নাম খোরশেদ আলম। তার বাড়ি বাগমারা উপজেলার কহিতপাড়া গ্রামে।
সূত্র জানায়, গতকাল শুক্রবার উপজেলার কহিতপাড়া গ্রামের খোরশেদ আলম নামের একজন কসাই রুগ্ন একটি গরু কিনে আনেন। রাতে অসুস্থ গরুটি মারা যায়। গরু মারা যাওয়ার বিষয় বাজারের পাহারাদার লোকমান ও মকলেছ জানতে পারেন। বিষয়টি জানার পর কসাইকে মরা গরুটি জবাই এবং এই গরুর মাংস বিক্রয়ে বাধা দেন। কিন্তু কসাই ভোর রাতে মরা গরুটিই জবাই করেন।
আজ শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্ত কসাই বাজারে মরা গরুর মাংস বিক্রি করেন। পাহারাদাররা বিষয়টি বাজার কমিটিকে জানান। তারা ঘটনাস্থলে এসে তাদের মাংস বিক্রিতে বাধা দেন। সাথে কসাইকে গরুর বিষয়ে জেরা করেন। বাজার কমিটির জিজ্ঞাসার জবাবে কসাই মরা গরু জবাই করে মাংস বিক্রির কথা স্বীকার করে নেন।
স্থানীয়রা খোরশেদকে আটকে রেখে উপজেলা প্রশাসনকে খবর দেন। দুপুরে উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান ঘটনাস্থলে আসেন। তিনি স্থানীয়দের কাছে ঘটনার বিষয়ে জেনে কসাই খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদ করেন।
মরা গরু জবাই ও মাংস বিক্রির অভিযোগ স্বীকার করে অভিযুক্ত কসাই। এতে ভ্রাম্যমান আদালতের আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান কসাইকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
এবিআর/কমিউনিটি নিউজ