25 C
Dhaka
ডিসেম্বর ২, ২০২২

আজকের পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম

মুরগি ও বাচ্চার পাইকারি দাম
পোল্ট্রি ডেস্ক, কমিউনিটিনিউজ :  দেশের বিভিন্ন জেলার খামারিদের কাছ থেকে সংগ্রহ করা বুধবার (২১ এপ্রিল) পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম কমিউনিটিনিউজ পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো।
ইউনাইটেড এগ(সেল পয়েন্ট) লাল ডিম=৬.৫০, সাদা ডিম=৬.১০, ডাম্পিং মার্কেট=লাল(বাদামী) ডিম=৫.৮৫, সাদা ডিম=৫.২৫
[পোল্ট্রির খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অযৌক্তিক ]

গাজীপুর:- লাল(বাদামী)ডিম=৫.৮০, সাদা ডিম=৫.২০, ব্রয়লার মুরগী=৯৫/ কেজি, কালবার্ড লাল=১৮০/কেজি, কালবার্ড সাদা= কেজি, সোনালী মুরগী=১৮০/কেজি টাকা।

টাংগাইল :– লাল(বাদামী) ডিম=৫.৭৫, ব্রয়লার মুরগী=৯৫/ কেজি টাকা, সোনালী মুরগী=১৭০/১৮০  কেজি টাকা।

বাচ্চার দর:-লেয়ার লাল=৩০ , লেয়ার সাদা=১৭, ব্রয়লার= ৩০ টাকা।

রাজশাহী:-লাল(বাদামী) ডিম=৫.৭০, সাদা ডিম=৪.৬০, সোনালী =কেজি টাকা, ব্রয়লার মুরগী =/কেজি, সোনালী =/কেজি টাকা।

বাচ্চার দর:-লেয়ার লাল =৩০-৩২, লেয়ার সাদা=২৫-২৬, ব্রয়লার=৩৭-৩৮ টাকা।

খুলনা:- লাল(বাদামী) ডিম=৬.৩০, সাদা ডিম= টাকা।

চট্টগ্রাম:- লাল(বাদামী) ডিম=৬.১০, সাদা ডিম=৫.৮০ টাকা। ব্রয়লার মুরগী=১০২কেজি, কালবার্ড লাল=২০০/কেজি, সোনালী মুরগী=১৯৫/ কেজি টাকা

রংপুর:- লাল(বাদামী) ডিম=৫.৯০ টাকা, কাজী(রংপুর) :- লাল(বাদামী) ডিম=৫.৯০ টাকা।

বাচ্চার দর:- লেয়ার লাল =২৯, ব্রয়লার =৪২, সোনালী হাইব্রিড =২০, সোনালী রেগুলার =১৪ টাকা।

বগুড়া : লাল(বাদামী)ডিম=৫.৯০, ব্রয়লার মুরগী=১১০/কেজি, সোনালী মুরগী =১৯০ কেজি টাকা।

বরিশাল:- লাল(বাদামী) ডিম=৫.৬০, ব্রয়লার মুরগী=১০৫/কেজি, কালবার্ড লাল=১৮০/কেজি, সোনালী মুরগী =১৯০/কেজি টাকা।

বাচ্চার দর:– লেয়ার লাল =২৭, লেয়ার সাদা =, ব্রয়লার=৩৬-৪০ টাকা।

[ অবিলম্বে খাদ্যের দাম কমানোর দাবি করছি]

ময়মনসিংহ:- লাল(বাদামী) ডিম=৫.৯০ ব্রয়লার মুরগী=৯৫ কেজি, সোনালী মুরগী=১৮০ কেজি টাকা।

সিলেট= লাল(বাদামী) ডিম=৫.৮৫, ব্রয়লার মুরগী=১১৮ কেজি, কাজী(সিলেট) :- লাল(বাদামী) ডিম= টাকা।

কিশোরগঞ্জ:– লাল(বাদামী) ডিম=৫.৭০ টাকা।

নরসিংদী :-লাল(বাদামী) ডিম=৫.৮০

সিরাজগঞ্জ :-লাল(বাদামী) ডিম=৬.১০, ব্রয়লার মুরগী=১০০/কেজি, কালবার্ড লাল=১৮০/কেজি, সোনালী মুরগী=১৯৫/কেজি টাকা।

ফরিদপুর :-লাল(বাদামী) ডিম=৫.৯৫ কাজী(ফরিদপুর) :-লাল(বাদামী) ডিম=৬.১৫, ব্রয়লার মুরগী=১০০ /কেজি, লেয়ার মুরগী=১৯০ /কেজি, সোনালী মুরগী=১৮০/কেজি টাকা।

পাবনা :-লাল(বাদামী)ডিম=৫.৭৫, সাদা ডিম=৫.৫৫ টাকা।

নোয়াখালী:-লাল(বাদামী)ডিম=৫.৮০, ব্রয়লার মুরগী=১০০/কেজি, কালবার্ড লাল=১৯০/কেজি, সোনালী মুরগী=১৮০/কেজি টাকা।

বাচ্চার দর:-

পিরোজপুর (স্বরুপকাঠী:– লাল(বাদামী) ডিম=৫.৬০, সাদা ডিম=৫.৪০, ব্রয়লার মুরগী =/কেজি টাকা।

যশোর :- লাল(বাদামী) ডিম=৬.৫০

কুমিল্লা:-লাল (বাদামী) ডিম=৬.০০, ব্রয়লার মুরগী=১০৫/ কেজি, কালবার্ড লাল=১৯০/কেজি, সোনালী মুরগী =১৮০ কেজি টাকা।

কক্সবাজার :- লাল (বাদামী) ডিম=৫.০০, সাদা ডিম=৪.৭০ টাকা।

[ব্রয়লার বাচ্চার দাম কমানো হোক]
 বুধবার (২১ এপ্রিল) পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম প্রকাশ করায় কৃতজ্ঞতা বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ (পিপিবি) এর প্রতি। ধন্যবাদ মো: শিমুল হক রানাকে।
কমিউনিটিনিউজ/ এমএএইচ 

শামীম ও সারিকার ‘সীমিত পরিসরে বিয়ে’

কমিউনিটিনিউজ ডেস্ক: শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ ছোট পর্দার জনপ্রিয় জুটি। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসি’-এর দেখা গেছে তাদের। এনটিভিতে প্রচার হওয়া নাটকটি ব্যাপক প্রশংসিত হয়।এবার সীমিত পরিসরে বিয়ে করলেন তারা।

তবে বাস্তবে নয়, সম্প্রতি ‘সীমিত পরিসরে বিয়ে’ নামের একটি নাটকে অভিনয় করলেন তারা। দেশে করোনা পরিস্থিতিতে সবকিছুই চলছে সীমিত পরিসরে। এরমধ্যে স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে ছোট পর্দার কাজ করছেন তারা।

গত বছর কোভিডের অবস্থার বিভিন্ন গল্প উঠে এসেছে এই নাটকে। এবারও তেমনটা দেখা গেল।সম্প্রতি নির্মিত হলো নাটক ‘সীমিত পরিসরে বিয়ে’। যেখানে আবারও জুটি বেঁধেছেন শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ। এটি পরিচালনা করেছেন মনসুর আলম নির্ঝর।

করোনাকালীন একটি সম্পর্ককে বাস্তবে পরিণত করার গল্প উঠে এসেছে ‘সীমিত পরিসরে বিয়ে’তে। রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। রোজার ঈদে প্রচার হবে বলে জানিয়েছেন মনসুর আলম নির্ঝর।

শামীম বলেন, নাটকটির গল্প চমৎকার। কাজ করে ভালো লেগেছে। আশা করছি সবারই পছন্দ হবে।

সারিকা সাবাহ বলেন, ‘নাটকটিতে সমসাময়িক অবস্থা উঠে এসেছে। দারুণ একটি গল্পে নির্মিত হয়েছে এটি। আশা করি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, লকডাউন পরিস্থিতি নিয়ে নির্মাতা মনসুর আলম নির্ঝরের আরও একটি নাটকে উঠে এসেছে। ‘ঘর থেকে পালানো’ শিরোনামে নাটকটি কিছুদিন আগেই প্রচার হয়েছে। এতে অভিনয় করেছেন ফারহান আর রহমান, পারসা ইভানা প্রমুখ।

কমিউনিটিনিউজ / এমএএইচ

আরও সংবাদ

রোববারের (২৩ অক্টোবর) পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

বুধবারের (১০ আগষ্ট) পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

মঙ্গলবারের (৯ আগষ্ট) পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

ডিমের হালি ৪৪, ব্রয়লারের কেজিতে বাড়লো ১০ টাকা

কমিউনিটি নিউজ

সোমবারের (৮ আগষ্ট) পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

রোববারের (৭ আগষ্ট) পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ