19 C
Dhaka
ফেব্রুয়ারি ৫, ২০২৩

দেশে আরও ৪৫ জনের মৃত্যু

ভারত: সংক্রমণ কমলেও মৃত্যু কমছে না

নিজস্ব প্রতিবেদকঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৮৭৮ জনে দাঁড়িয়েছে।  শনাক্ত হয়েছেন এক হাজার ২৮৫ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭২ হাজার ১২৭ জনে। শনিবার (৮ মে)   স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৪৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬ হাজার ৮৩৩ জন।

২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭০৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৭৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ১৩ হাজার ৯৭৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ২১ জন। এছাড়া চট্টগ্রামে ১৩, রাজশাহীতে ১, রংপুরে ২, খুলনায় ৩, বরিশালে ২, সিলেটে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

জেনে নেই গত ২৪ ঘণ্টায় কোন বিভাগে কতজনের মৃত্যু ও সুস্থ হয়েছে:

  • ঢাকা: সুস্থ ১০৫৭ জন, মৃত্যু ২১ জন
  • চট্টগ্রাম: সুস্থ ৪৪৪ জন, মৃত্যু ১৩ জন
  • বরিশাল: সুস্থ ১৫০ জন, মৃত্যু ২ জন
  • খুলনা: সুস্থ ২১১ জন, মৃত্যু ৩ জন
  • রাজশাহী: সুস্থ ১৪৬ জন, মৃত্যু ১ জন
  • সিলেট: সুস্থ ১৬৩ জন, মৃত্যু ২ জন
  • রংপুর: সুস্থ ৩১৭ জন, মৃত্যু ২ জন
  • ময়মনসিংহ: সুস্থ ৪ জন, মৃত্যু ১ জন

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ১৯ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১১ হাজার ৮৭৮ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৬১৫ জন এবং নারী ৩ হাজার ২৬৩ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২২ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১২, ৪১ থেকে ৫০ বছরের ৭ এবং ৩১ থেকে ৪০ বছরের ২ জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

বিশ্বের অবস্থান

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ হাজার ৪৯৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৫৩ হাজার ১০৬ জন। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন মোট ১৫ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ৭২৯ জন। এর মধ্যে মারা গেছেন ৩২ লাখ ৮৩ হাজার ৭২৭ জন। শনিবার (৮ মে ২০২১)  সকালে পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে কোন দেশের অবস্থান কোথায়?

করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের হিসেবে বর্তমানে শীর্ষে আছে ভারত। শুক্রবার দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ৪ লাখ ১ হাজার ৩২৬ জন, আর এ রোগে সেখানে মারা গেছেন ৪ হাজার ১৯৪ জন। ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৭ লাখ ৩১ হাজার ২৬১ জন।

এই তালিকায় ভারতের পরেই আছে দক্ষিণ আফ্রিকার বৃহত্তম দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৩৩৭ জন, মারা গেছেন ২ হাজার ২১৭ জন। দেশটিতে বর্তমানে ১ লাখ ২৭ হাজার ৪১৯ জন সক্রিয় করোনা রোগী আছেন।

২৪ ঘণ্টায় ৪৯ হাজার ২৬৯ জন নতুন আক্রান্ত রোগী ও ৭৭৫ জন মৃতের সংখ্যা নিয়ে তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে সেখানে সক্রিয় করোনা রোগী আছেন ৬৬ লাখ ৭০ হাজার ৩৪৬ জন।

করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের হিসেবে বর্তমানে ভারত শীর্ষে অবস্থান করলেও গত বছর মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৬০৪ জন, মারা গেছেন ৫ লাখ ৯৪ হাজার ৯০৯ জন।

ব্রাজিলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৩৬০ জন, মারা গেছেন ৪ লাখ ১৯ হাজার ২৮৯ জন। ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জন, আর এ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন মোট ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জন। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

কমিউনিটিনিউজ/ এমএএইচ

আরও সংবাদ

সাগরে লঘুচাপ নিন্মচাপে পরিণত

কমিউনিটি নিউজ

সোমবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

সাগরে লঘুচাপের পূর্বাভাস দিল দপ্তর

কমিউনিটি নিউজ

বৃহস্পতিবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

বুধবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

মঙ্গলবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ