প্রবাস ডেস্ক: ইতালির রোমে করোনায় আক্রান্ত হয়ে শাহারুল আলম সাগর (২৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (৫ মে) স্থানীয় সময় দুপুর ২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাগরের বন্ধুর বরাত দিয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ইতালি প্রবাসী জানান, মৃত্যুর আগে তার শরীরে জ্বর ছিল। পরে হাসপাতালে ভর্তি করা হলে তার করোনা শনাক্ত হয়। সেখানে দীর্ঘ ১৭ দিন চিকিৎসা নেওয়ার পর না ফেরার দেশে চলে যান সাগর।
এর তিন দিন আগে ইতালির উত্তর পালেরমোতে বসবাসকারী সেকেন আলি (ইউসুফ) নামে আরেক বাংলাদেশি মারা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের মরদেহ হাসপাতালে ছিল।
জানা গেছে, বাংলাদেশে সাগরের বাড়ি কুমিল্লা জেলায়।
এদিকে, ইতালিতে গত কয়ক মাসের তুলনায় করোনায় আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা অনেক কমেছে। বুধবার (৫ মে) ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫৮৫ জনের করোনায় আক্রান্ত ও ২৬৭ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগের দিন ছিল ৯ হাজার ১১৬ এবং মৃত্যু হয়েছিল ৩০৫ জনের।