নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৬৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৯১ জনে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৬ হাজার ২৮ জন। এতে করে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জনে। মঙ্গলবার (১৩ এপ্রিল২০২১ ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন।
জেনে নেই কোন বিভাগে কতজনের মৃত্যু ও সুস্থ হয়েছে:
- ঢাকা: সুস্থ ৩০০৪ জন, মৃত্যু ৪১ জন
- চট্টগ্রাম: সুস্থ ১৬০২ জন, মৃত্যু ১৩ জন
- বরিশাল: সুস্থ ১৪ জন, মৃত্যু ৩ জন
- খুলনা: সুস্থ ৪৪ জন, মৃত্যু ৩ জন
- রাজশাহী: সুস্থ ৫১ জন, মৃত্যু ৩ জন
- সিলেট: সুস্থ ৮১ জন, মৃত্যু ২ জন
- রংপুর: সুস্থ ৪১ জন, মৃত্যু ৩ জন
- ময়মনসিংহ: সুস্থ ৩০ জন, মৃত্যু ১ জন
এ সময়ে ৩৩ হাজার ৬১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৯৫৫টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ লাখ ৭০ হাজার ৭৮৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ২৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৯ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৪১ জন। এছাড়া চট্টগ্রামে ১৩, রাজশাহীতে ৩, খুলনায় ৩, বরিশালে ৩, সিলেটে ২ এবং রংপুরে ৩ এবং ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৯ জনের মধ্যে ৪৩ জন পুরুষ, বাকি ২৬ জন নারী। এদের মধ্যে ৬৩ জন হাসপাতালে মারা গেছেন। বাড়িতে ৫ জন এবং অন্যজনকে হাসপাতালে আনার পথে মারা যান। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ৯ হাজার ৮৯১ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৩৭৬ জন এবং নারী ২ হাজার ৫১৫ জন।
আরো পড়ুন:
- করোনা আক্রান্ত খালেদা জিয়া
- করোনা সংক্রমনে বেশি ঝুঁকি বাজার–গণপরিবহনে
- দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু
- অপর্যাপ্ত ব্যবস্থাপনায় চলছে চিকিৎসা, বাড়ছে করোনা সংক্রমণ-ভোগান্তি
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৬৯ জনের মধ্যে ৩৯ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২০, ৪১ থেকে ৫০ বছরের ৭ এবং ৩১ থেকে ৪০ বছরের ৩ জন রয়েছেন।
এর আগের দিন সোমবার (১২ এপ্রিল) দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৭ হাজার ৮২২ জন। মারা যান ৮৩ জন। যা একদিনে দেশে ভাইরাসটিতে সর্বোচ্চ মৃত্যু।
আরো পড়ুন:
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
বিশ্বেরর অবস্থান
সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৭২ লাখের বেশি। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ লাখ ৫৮ হাজারের বেশি মানুষের। এখন পর্যন্ত করোনাভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৪ লাখের বেশি রোগী।মঙ্গলবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৬২১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ লাখ ৫৮ হাজার ৬২৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৩ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন করোনা আক্রান্ত রোগীদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ১ লাখ ৩ হাজার ৯০৯ জন।
বিশ্বে কোন দেশের অবস্থান কোথায়?
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৭৬ হাজার ২৯৮ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার ১৪৩ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ৮৫৬ জন।
যুক্তরাষ্ট্রের পর করোনায় এখন সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ভারত। দেশটিতে ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৮৯ জন।
আক্রান্ত বিবেচনায় এর পরের ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ ২১ হাজার ৪০৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫৫ হাজার ৩১ জন।
কমিউনিটিনিউজ/ এমএএইচ
বিশ্ব রেকর্ড গড়ে ১০৯ বছর বয়সে নিলেন অলিম্পিক মশাল
কমিউনিটিনিউজ ডেস্ক: ১০৯ বছরে অলিম্পিক মশাল হাতে নিয়ে বনে গেছেন ইতিহাসের সবচেয়ে বয়স্ক অলিম্পিক মশালধারী শিগেকো। শুধু তাই নয়; তিনি দেখেন কি সেটাও বলা যায়? দু-দুটো বিশ্বযুদ্ধ দেখেছেন, বিশ্বযুদ্ধে অলিম্পিককে থমকে যেতে দেখেছেন, নিজ দেশকে দেখেছেন যুদ্ধের বড় শিকার বনে যেতেও; এর আগে-পরে দুটো মহামারী দেখছেন, ফুটবল বিশ্বকাপের জন্ম দেখেছেন।
নারা প্রিফেকচারে অলিম্পিক মশালটি হাতে নিয়ে এই কীর্তি গড়েছেন জাপানি এই নারী। ভেঙে ফেলেছেন গেল অলিম্পিকেই গড়া রেকর্ডটি। ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলিয়ান নারী আইদা মেন্দেস ব্রাজিলের মাকাপায় অলিম্পিকের মশাল হাতে নিয়ে গড়েছিলেন এই কীর্তি।
আরো পড়ুন;
জেনোয়াকে ৩-১ ব্যবধানে হারালো জুভেন্তাস
পাক যুবাদের বাংলাদেশ সফর স্থগিত
বাংলাদেশ ক্রিকেট এখন চার পায়ে দাঁড়িয়ে
জাতীয় ক্রিকেট দলে খেলার যোগ্যতা অর্জন করবে পুলিশ:আইজিপি
অলিম্পিকের মশাল গত ২৫ মার্চ থেকে যাত্রা শুরু করেছে। এরপর থেকে শিগেকোসহ শতবর্ষী কেউ এ মশাল হাতে নিয়েছে দুই বার। এর আগে গত ২৮ মার্চ তোচিগি প্রিফেকচারের নাসুকারাসুয়ামায় দারুণ বৃষ্টিতেও মশাল নিয়ে এগিয়েছিলেন ১০৪ বছর বয়সী নাপিত শিতসুই হাকোইশি। তার অবশ্য রেকর্ড হয়নি কোনো।
তবে শিগেকোর রেকর্ডটাও খুব বেশিদিন টিকবে না। আগামী মাসেই মশাল যাত্রায় অংশ নেবেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ কানে তানাকা। ১১৭ বছর বয়সী এই জাপানি নাগরিক অলিম্পিক মশালটি হাতে নিলেই ভেঙে যাবে শিগেকোর রেকর্ডটি। আগামী ১২ মে যখন অলিম্পিক মশালটি শিমের ফুকোকা প্রিফেকচার হয়ে সামনে এগোবে, তখন তা হাতে নেওয়ার কথা তানাকার।
কমিউনিটিনিউজ/ এমএএইচ