কমিউনিটিনিউজ ডেস্ক: ৭ দিনের বিধিনিষেধের মধ্যেই গণপরিবহন খুলে দেয়া হলো । আবার খুলে দেওয়া হচ্ছে শপিংমল। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বেচাকেনা করতে হবে বলে সরকারের তরফ থেকে নির্দেশনা দিয়েছে।
শুক্রবার (০৯ এপ্রিল ২০২১) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রাথমিকভাবে ১৩ এপ্রিল পর্যন্ত এ সময়সীমা মেনে শপিংমল ও দোকানপাট খোলা যাবে। বৃহস্পতিবার (০৮ এপ্রিল ২০২১) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন।
আরো পড়ুন:
চিঠিতে বলা হয়, আগামী ৯ থেকে ১৩ এপ্রিল মেয়াদে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে সতর্ক করা হয়।
এর আগে ৫ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য কঠোর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এতে গণপরিবহন, শপিংমল, দোকানপাট, বিনোদনকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু নিষেধাজ্ঞার তৃতীয় দিনে শর্ত সাপেক্ষে ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু করে দেয় সরকার।
কমিউনিটিনিউজ / এমএএইচ
মাইকেল জ্যাকসন স্টেপে গেইলের নাচ !
কমিউনিটিনিউজ ডেস্ক: অবশেষে কোয়ারান্টাইন পর্ব শেষ করে হোটেল রুমের বাইরে বেরোলেন। গেইল কোয়ারান্টাইন শেষ করার আনন্দ প্রকাশ করেন মাইকেল জ্যাকসনের গানে তাঁরই বিখ্যাত ‘মুনওয়াক’ স্টেপে পা মিলিয়ে। পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির তরফে বুধবার একটি ভিডিও পোস্ট করা হলে সোশ্যাল মিডিয়ায় তা নিমিশেই ভাইরাল হয়ে যায়।
তার নাচের ভিডিও ক্যাপশনে পঞ্জাব কিংস লেখে, ‘কোয়ারান্টাইনের খেল খতম। বাইরে বেরিয়েছেন আপনাদের প্রিয় ক্রিস গেইল।’
আরো পড়ুন:
গত আইপিএলে প্রথম দিকে গেইলকে মাঠে নামায়নি পঞ্জাব। তবে শেষ আটটি ম্যাচে খেলার সুযোগ পান তিনি। ৪১.১৪ গড়ে সংগ্রহ করেন ২৮৮ রান। স্ট্রাইক রেট ছিল ১৩৭.১৪। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। যদিও সেই ম্যাচে পঞ্জাবকেই হারের মুখ দেখতে হয়।
কমিউনিটিনিউজ/ এমএএইচ