নিজস্ব প্রতিবেদক, কমিউনিটিনিউজ: দেশে ক্রমবর্ধমান পশুখাদ্যের মূল্য বৃদ্ধি হচ্চে। খামারিদের লোকসান কমাতে বিডিএফএ উদ্যোগে মিট বোন মিল আমদানী পুনরায় শুরু হচ্ছে। সেইসাথে পশুখাদ্য আমদানী শুল্ক সম্পূর্ণরুপে প্রত্যাহার করেছে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর।
বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন জানায়, দেশে ক্রমবর্ধমান পশুখাদ্যের উচ্চমূল্য ঠেকাতে বিডিএফএ গত ১৫ই মার্চ প্রধানমন্ত্রী দপ্তরে পুনরায় মিট বোন মিল আমদানী শুরু করতে এবং পশুখাদ্য আমদানীতে সম্পূর্ন শুল্প মুক্ত করতে চিঠি প্রদান করা হয়। ১৬ই নভেম্বর ২০২২ তারিখে সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে মিট বোন মিল আমদানী শুরু এবং পশুখাদ্য আমদানীতে সম্পূর্ন শুল্ক প্রত্যাহার করতে চিঠি ইস্যু করা হয়।
সংস্থাটি জানায়, পশুখাদ্যে প্রোটিন সোর্স হিসাবে দেশে সয়াবিন মিল একমাত্র খাদ্য উপাদান বিবেচনায় রপ্তানী প্রক্রিয়া শুরু হলে ৩ মাসের মধ্যে সকল পশু/মাছ/পোল্ট্রি খাদ্যের দাম প্রায় ৩০% বেড়ে যায়। এমতাবস্থায় মিট বোন মিল আমদানী অনুমতি পাওয়ায় আশা করা যাচ্ছে খুব দ্রুতই মাছ/পোল্ট্রিতে সয়াবিন মিলের চাহিদা কমে যাবে এবং পশুখাদ্যের দামের উপর প্রভাব ফেলবে।
এগ্রিকেয়ার/এমএইচ