নিজস্ব প্রতিবেদক, কমিউনিটিনিউজ: আগামীকাল কুয়াশায় কয়েকটি অঞ্চল ঢাকা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম।
আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম বলেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্তদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ফলে শীত বাড়বে। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। চুয়াড্ঙ্গা, পটুয়াখালী, তেঁতুলিয়া, রাজশাহী, নওগাঁ কুয়াশায় ঢাকা থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্তনদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে হালকা কুয়াশার পাশাপাশি ভোরের দিকে কোথাও কোথাও ভারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুন্ড ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া তাপমাত্রা ক্রমাগত কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা সর্বনিন্ম হতে পারে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৫-১০) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১৪ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৩৪ মিনিটে।