নিজস্ব প্রতিবেদক, কমিউনিটিনিউজ: আজ ঢাকাসহ ৬ বিভাগে দমকা হাওয়াসহ ভারী বর্ষণের পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৭ জুন) আবহাওয়ার পুর্বাভাসে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ করিম এই তথ্য জানিয়েছেন।
এই আবহাওয়াবিদ জানান, আজ সকাল ৬টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পড়তে পারেন: উকুন মারার মহৌষধ পুদিনা চাষ করুন বাড়ির ছাদে
মঙ্গলবার সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইল ৭৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ বৃষ্টিপাত হয়নি, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
পড়তে পারেন: কোরবানিতে ভারতের পশু বন্ধ, দেশীয় গরুতেই ঈদ
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায়, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৮৮ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা নেত্রকোনা ২২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়।
আজ সূর্যাস্ত ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাত প্রবনতা হ্রাস পেতে পারে।
কমিউনিটি/এমএইচ