নিজস্ব প্রতিবেদক, কমিউনিটিনিউজ: এবার ধীরে ধীরে শীত বিদায় নেবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। মেঘ বৃষ্টির পর তাপমাত্রা কিছু জায়গায় কমলেও নতুন করে শৈত্যপ্রবাহ আর দেখা যাবে না বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। কিন্তু পাল্টে গেলো পূর্বাভাস। ফের ৭ অঞ্চলের নাম ঘোষণা করেছে সরকারি এ প্রতিষ্ঠান।
আজ রোববার (১৩ ফেব্রুয়ারি ২০২২) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, পঞ্চগড়, কুমিল্লা, রাজশাহী, পাবনা, যশোর, মৌলভীবাজার ও কুষ্টিয়া জেলায় শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এবং তা অব্যাহত থাকতে পারে ও কিছু অঞ্চলে প্রশমিত হতে পারে।
পড়তে পারেন: মরুর দুম্বা পালনে ৪ বছরে কোটিপতি বরিশালের বাদল
বিজ্ঞপ্তিতে আরো জানায়, এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরেেনর কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পড়তে পারেন: লালপুরে বাণিজ্যিকভাবে বেদেনার চাষ শুরু
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ০৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গল। দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ ২৯ ডিগ্রি সেলিসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৬ ডিগ্রি ও সর্বোনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার বাইরে সীতাকুন্ড, রাজারহাট ও চুয়াডাঙ্গা ৯ দশমিক ৫ ডিগ্রি, যশোর ৯ দশমিক ৮, ঈশ্বরদী ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সিনটপিক অবস্থায় আবহাওয়া অফিস জানায়,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পড়তে পারেন: বিকেল থেকে বৃষ্টি বিদায়, রাতেই নতুন পরিস্থিতিতে পড়বে দেশ
আবহাওয়া অফিস আরও জানায়, ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ । আজ সকালে ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৩ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে।