27 C
Dhaka
মার্চ ২৮, ২০২৩

আগামীকাল দুই জেলায় শৈত্য প্রবাহ

নিজস্ব প্রতিবেদক, কমিউনিটিনিউজ: দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে আবহাওয়ার বিরুপ প্রভাব পড়েছে। বৃষ্টি ও শৈত্যপ্রবাহের কারণে ক্ষতি হয়েছে বেশ কয়েকটি ফসলের। আগামীকাল পঞ্চগড় ও কুমিল্লাতে শৈত্য প্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: আব্দুল হামিদ মিঞা এক বিজ্ঞপ্তিতে জানান, পঞ্চগড় ও কুমিল্লা জেলায় শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

পড়তে পারেন: মরুর দুম্বা পালনে ৪ বছরে কোটিপতি বরিশালের বাদল

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরেেনর কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. .হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পড়তে পারেন: লালপুরে বাণিজ্যিকভাবে বেদেনার চাষ শুরু

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ০৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়া। দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ ১০ ডিগ্রি সেলিসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৬ ডিগ্রি ও সর্বোনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার বাইরে দেশের কোথাও ১০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়নি।

সিনটপিক অবস্থায় আবহাওয়া অফিস জানায়,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পড়তে পারেন: বিকেল থেকে বৃষ্টি বিদায়, রাতেই নতুন পরিস্থিতিতে পড়বে দেশ

আবহাওয়া অফিস  আরও জানায়, ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ । আজ সন্ধ্যায় ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৩৮ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে।

কমিউনিটি/এমএইচ

আরও সংবাদ

সাগরে লঘুচাপ নিন্মচাপে পরিণত

কমিউনিটি নিউজ

সোমবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

সাগরে লঘুচাপের পূর্বাভাস দিল দপ্তর

কমিউনিটি নিউজ

বৃহস্পতিবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

বুধবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

মঙ্গলবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ