29 C
Dhaka
মার্চ ২৯, ২০২৩

হটাৎ ভারী বর্ষণের পূর্বাভাস

আগামী কয়েকদিনে বাড়তে পারে বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক, কমিউনিটিনিউজ: দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বিভিন্ন স্থানে ঘন কুয়াশা পড়তে পারে।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো.বজলুর রশিদ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিনে বাড়তে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা।

আবহাওয়া অফিস জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চরে নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পড়তে পারেন: লালপুরে চাষ হচ্ছে কাজুবাদাম

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মংলা ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ১০ দশমিক ৯ ডিগ্রি, সৈয়দপুরে ১১ দশমিক ৯ ডিগ্রি, রংপুরে ১২ দশমিক ৮ ডিগ্রি, রাজশাহীতে ১৩ দশমিক ৫ ডিগ্রি, ঈশ্বরদীতে ১২ দশমিক ৮ ডিগ্রি, ঢাকায় ১৭ দশমিক ২ ডিগ্রি, শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল পূর্ব/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় (৬ থেকে ১২) কি.মি.। আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৩ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্াস্ত সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে। আর আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এরাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেশের ৬ বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা শিরোনামের সংবাদের তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

 

কমিউনিটি/এমএইচ

আরও সংবাদ

সাগরে লঘুচাপ নিন্মচাপে পরিণত

কমিউনিটি নিউজ

সোমবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

সাগরে লঘুচাপের পূর্বাভাস দিল দপ্তর

কমিউনিটি নিউজ

বৃহস্পতিবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

বুধবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

মঙ্গলবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ