নিজস্ব প্রতিবেদক, কমিউনিটিনিউজ: আজ দেশের ১৫ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। এ অবস্থা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার (৩০ জানুয়ারি) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: ওমর ফারুক বলেন, আজ দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতে আবার কমে যাবে। এরপর তাপমাত্রা বেড়ে আগামী তিন-চার দিন পর বৃষ্টি হতে পারে বলে শঙ্কা রয়েছে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্তদেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।
প্রসঙ্গত, সাধারণত তাপমাত্রা ১০ থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে। এছাড়া আট থেকে ছয় ডিগ্রির মধ্যে হলে তাকে মাঝারি ও এর নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
পড়তে পারেন: শখের বশে ইঁদুর চাষে লাখপতি মামুন
আজ টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, ফেণী, মৌলভীবাজার, যশোর, ,কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলা ও সীতাকুন্ড উপজেলাসহ রংপুর এবং রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়া এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, ফেণী, মৌলভীবাজার, যশোরসহ ১৫ টি অঞ্চল।
এছাড়া গতকাল দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে; সাত ডিগ্রি সেলসিয়াস। আগের দিন যা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ছয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, গতকাল আরও কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ছয়; ময়মনসিংহে ছিল ১০, গতকাল কিছুটা কমে ৯ দশমিক পাঁচ; চট্টগ্রামে ছিল ১৫ দশমিক সাত, গতকাল কিছু কমে ১৪ দশমিক আট; সিলেটে ছিল ১৪ দশমিক দুই, গতকাল প্রায় চার ডিগ্রি কমে ১০; রাজশাহীতে ছিল আট দশমিক পাঁচ, গতকাল প্রায় একই আট দশমিক ৯; রংপুরে ছিল আট, গতকাল কিছুটা বেড়ে ৯ দশমিক দুই; খুলনায় ছিল ১২, গতকাল আরও কমে ১০ দশমিক আট ও বরিশালে ছিল ১০ দশমিক আট, গতকাল আরও কমে ৯ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক পূর্ব/ উত্তর-পূর্বদিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৪%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৪৩ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৪০ মিনিটে।
সিনপটিক অবস্থায় জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্নএলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
কমিউনিটি/এমএইচ