কমিউনিটিনিউজ ডেস্ক: দূর্নীতিতে দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে স্কোর ও র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পরে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ।
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২১’ এর বৈশ্বিক প্রতিবেদন আজ মঙ্গলবার প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
এক ভার্চ্যুয়াল ওয়েবিনারে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব তথ্য তুলে ধরেন।
তিনি জানান, আফগানিস্তান ১৬ স্কোর নিয়ে বৈশ্বিক তালিকার ওপরের দিক থেকে ১৭৪তম অবস্থানে আছে। যেখানে ২৬ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৪৭তম।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩১টি দেশের মধ্যে বাংলাদেশের নিচের দিক থেকে তৃতীয়। আফগানিস্তান ও উত্তর কোরিয়া যৌথভাবে প্রথম এবং কম্বোডিয়া দ্বিতীয়।
টিআইবি জানায়, ভারত ৪০ স্কোর নিয়ে তালিকার ওপরের দিক থেকে ৮৫তম। এ ছাড়া, শ্রীলঙ্কা ৩৭ স্কোর নিয়ে ১০২তম, পাকিস্তান ২৩ স্কোর নিয়ে ১৪০তম, মালদ্বীপ ৪০ স্কোর নিয়ে ৮৫তম এবং নেপাল ৩৩ স্কোর নিয়ে ১১৭তম অবস্থানে রয়েছে।
কেবল ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার সবকটি দেশের স্কোর বৈশ্বিক গড় স্কোরের (৪৩) চেয়েও কম।
৮৮ স্কোর নিয়ে বৈশ্বিক তালিকায় ওপরের দিক থেকে প্রথম ডেনমার্ক, দ্বিতীয় ফিনল্যান্ড এবং তৃতীয় নিউজিল্যান্ড। এ ছাড়া, মাত্র ১১ স্কোর নিয়ে বৈশ্বিক তালিকায় নিচের দিক থেকে প্রথম দক্ষিণ সুদান, দ্বিতীয় সিরিয়া এবং তৃতীয় সোমালিয়া।
কমিউনিটি/এমএইচ