প্রতিনিধি, রাজশাহী: সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এছাড়াও রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে ভার্চুয়াল টকশোর উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য এ মামলা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা।
জানা যায়, ডা. মুরাদ হাসান জাইমা রহমানকে নিয়ে অশালীন ও বিতর্কিত মন্তব্য করেন। এরপর সিনেমার এক নায়িকার সঙ্গে অশ্লীল অডিও কথোপকথন ফাঁসের ঘটনায় নিন্দার ঝড় ওঠে মুরাদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। একইসাথে জামালপুর জেলা আওয়ামী লীগের পদ হারান এই সাবেক প্রতিমন্ত্রী। এরই মধ্যে জামালপুর-৪ আসনের সাংসদ হিসেবে বিদেশ পাড়ি দিলেও বাইরে অবস্থান করতে পারেননি। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি এখন নিরুদ্দেশ হয়েছেন বলেই প্রকাশ করছে গণমাধ্যম।
আইনজীবী ইসমত আরা বলেন, ভার্চুয়াল টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর কথা বলার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। পরে এ ব্যাপারে আদালত আদেশ দিতে পারেন।
রাজশাহীতে হওয়া মুরাদের বিরুদ্ধে মামলার বাদী সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘শেখ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশোতে ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে যে ধরনের অশ্লীল ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত ঘৃণ্য। এ ধরনের নারীবিদ্বেষী বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে মামলাটি দায়ের করা হয়েছে। সুবিচার পাব বলে আশা করছি।’
আদালতে মামলার বাদীর সঙ্গে রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদীসহ বগুড়া ও রাজশাহীর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
কমিউনিটি/এমএইচ