প্রতিনিধি, রাজশাহী: ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন রাজশাহী কোর্ট কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন শাহ। ঘটনার পর নিহতের ভাই যুবলীগ নেতা নাহিদ বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেন সেইসময়।
আলোচিত এ হত্যা মামলার রায় দিয়েছে আদালত। রায়ে, ৯ জনের মৃত্যুদণ্ড ও ২২ জনের যাবজ্জীবন আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুসাব্বিরুল ইসলাম।
সূত্রে জানা গেছে, নিহত শাহিন শাহ রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই। ছাত্রলীগ নেতা হত্যার পরেরদিন ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরমধ্যে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমান ছিলেন প্রধান। দীর্ঘদিন এ মামলার রায় ঝুলে থাকার পর গত বছরের ১১ নভেম্বর আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। মামলার রায় ১৪ বার পিছানোর পর অবশেষে আজ বৃহস্পতিবার মামলার ১৫তম দিন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে বিচারক ওএইচএম ইলিয়াস হোসেন রায় ঘোষণা করেন। রায়ে রাসিকের সেই সাবেক কাউন্সিলরসহ ৯ জনের ফাঁসির আদেশ ও ২২ জনের যাবজ্জীবন দেওয়া হয়।
ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন, সাবেক কাউন্সিলর মনসুর রহমান, হাসানুল জামান হিমেল, তৌফিকুল ইসলাম চাঁদ, মোহাম্মদ মহাসিন, সাইরুল, রজব, বিপ্লব, মোমিন ও আরিফুল ইসলাম।
অপরদিকে, যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, মাহাবুল হোসেন, সাত্তার, সাজ্জাদ হোসেন, বখতিয়ার আলম রানা, হাসান আলী, মাসুদ, রাসেল, রাজা, মুতুর্জা, সুমন, আসাদুল, আক্তারুল, জইদুর রহমান, ফরমান আলী, জয়নাল আবেদীন, রাজু আহমেদ, আকবর আলী, সম্রাট হোসেন, লাল মোহাম্মদ, টিয়া আলম, আজাদ হোসেন ও মাসুম।
এ হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুসাব্বিরুল ইসলাম জানান, শাহীন শাহ হত্যা মামলায় ৯ জনের ফাঁসি ও ২২ জনের যাবজ্জীবন ছাড়াও প্রত্যেকের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। যা আদায় করে নিহতের পরিবারকে দিতে আদেশ দিয়েছেন আদালত। ।
অপরদিকে আসামী পক্ষের আইনজীবী আমিদুল হক বলেন, ঘটনার তথ্য প্রমানে যথেষ্ট ঘাটতি রয়েছে। এছাড়াও ঘটনাস্থলে হত্যার কোন আলামত নেই, কোন রক্তও পাওয়া যায়নি। এই অবস্থায় এ মামলায় সাজা হওয়া আশাব্যাঞ্জক নয়। আমরা ব্যাথিত, দু:খিত। আমরা এর বিরুদ্ধে আপিল করবো।
রায় শোনার পর মামলার নাহিদ আক্তার নাহান বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায়ে আমরা খুশি। এখন সরকারের কাছে আবেদন জানানো যে দ্রুত যেন রায় কার্যকর করা হয়।
কমিউনিটি/এমএইচ