25 C
Dhaka
মার্চ ২৯, ২০২৩

প্রতিমন্ত্রী মুরাদের বিষয়টি দলের কোনো বিষয় না : কাদের

কমিউনিটিনিউজ ডেস্ক:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্যের বিষযয়ে জানিয়েছেন “বিষয়টি দলের কোনো বিষয় না”।

সোমবার (৬ ডিসেম্বর) আওয়ামী লীগের ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলরদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এ কথা জানান।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান সম্পর্কে নানা মন্তব্য করেন তিনি। এ বক্তব্যে নারী অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এ প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে। এটা আমাদের কোনো বক্তব্য না, এটা আমাদের দলের কোনো বিষয় না। কেন এ বক্তব্য তিনি দিয়েছেন জানি না। তবে বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।

 

কমিউনিটি/এমএইচ

আরও সংবাদ

সাগরে লঘুচাপ নিন্মচাপে পরিণত

কমিউনিটি নিউজ

সোমবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

সাগরে লঘুচাপের পূর্বাভাস দিল দপ্তর

কমিউনিটি নিউজ

বৃহস্পতিবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

বুধবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

মঙ্গলবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ