32 C
Dhaka
মার্চ ২৬, ২০২৩

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মচারী নিহত

প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী নগরে ট্রেনে কাটা পড়ে গ্রামীণ ব্যাংকের ডলি পারভীন (২৮) নামে এক নারী কর্মীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে নগরের ডিঙ্গাডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি গ্রামীণ ব্যাংকের রাজশাহী পবা উপজেলার হড়গ্রাম শাখার ঋণ বিভাগে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নাটোরে। চাকরির সুবাদে রাজশাহী নগরে থাকতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল পৌনে আটটার দিকে গ্রামীণ ব্যাংকের সমিতির সদস্যদের কাছ থেকে টাকা তুলতে স্বামী আবদুস সবুরের সঙ্গে মোটরসাইকেলে করে রওনা হন ডলি পারভীন।

নগরের ডিঙ্গাডোবা এলাকায় রেল ক্রসিংয়ের আগে আবদুস সবুর মোটরসাইকেল থামান। ডলি হেঁটে রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনে কাটা পড়েন। এতে ডলি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

রাজশাহী রেলওয়ে থানার ওসি রকিব-উল-হোসেন বলেন, তাঁরা স্বামী–স্ত্রী গ্রামীণ ব্যাংকের একই শাখায় কাজ করতেন। অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 

কমিউনিটি/এমএইচ

আরও সংবাদ

সাগরে লঘুচাপ নিন্মচাপে পরিণত

কমিউনিটি নিউজ

সোমবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

সাগরে লঘুচাপের পূর্বাভাস দিল দপ্তর

কমিউনিটি নিউজ

বৃহস্পতিবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

বুধবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

মঙ্গলবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ