কমিউনিটিনিউজ ডেস্ক: পণ্যের মোড়কে মিথ্যা ও বিভ্রান্তিকর কোনো তথ্য দিয়ে ভোক্তাকে বিভ্রান্ত করা যাবে না। এজন্য মোড়কজাত বিধিমালা জারি করা হয়েছে। পণ্যের মোড়কে শতভাগ খাঁটি লেখা যাবে না। যেমন, ডজন (১২), কুড়ি (২০), পোন (৮০), গ্রোস (১৪৪), গ্রেস গ্রোস (১৭২৮) বা অনুরূপ কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না বলেও বিধিমালায় উল্লেখ করা হয়।
‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’-এর ক্ষমতাবলে ‘পণ্য মোড়কজাতকরণ বিধিমালা-২০২১’ জারি করে শিল্প মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। বিধিমালায় বলা হয়েছে, পণ্যের মোড়ক বিধিমালা লঙ্ঘন করলে অনূর্ধ্ব এক বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
বিধিমালায় বলা হয়েছে, সরকারের অনুমোদন, প্রমাণপত্র, গবেষণা প্রভৃতি না থাকলে পণ্যের মোড়কে হালাল, শতভাগ হালাল, শতভাগ পরিশোধিত, রঙ ফর্সাকারী, রোগ নিরাময়কারী, মাথা ঠাণ্ডাকারী, ষোল আনা, শতভাগ খাঁটি, শতভাগ পিউর, সুপার পিউর, সুপার রিফাউন্ড, এক্সপোর্ট কোয়ালিটি, রপ্তানিকারক, এক্সপোর্ট বাই, জাতীয় কোনো বিভ্রান্তকর তথ্য, চিকিৎসক, বিশেষজ্ঞ বা অনুরূপ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুপারিশকৃত ক্রেতাদের বিভ্রান্তিমূলক কোনো তথ্য বা অভিব্যক্তি, পণ্যের গুরুত্ব বাড়াতে তার পরিমাণ ও পুষ্টিগুণের বিষয়ে কোনো মিথ্যা তথ্য দাবি ও অপকৌশল, পণ্যে নিট ওজন, পরিমাণ বা সংখ্যা ঘোষণার ক্ষেত্রে অতিরঞ্জিত, ভ্রান্ত ও অপ্রাসঙ্গিক কোনো মিথ্যা তথ্য যেমন সর্বনি¤œ, অন্যূন, আনুমানিক, জাম্বু, জায়ান্ট, পূর্ণ, ইকোনমি, বড়, অতিরিক্ত, রাজা, রানি জাতীয় কোনো শব্দ মোড়কে প্রকাশ, ঘোষণা বা ব্যবহার করা যাবে না।
কোনো পণ্যের দাম পুনর্নির্ধারণে বহুল প্রচারিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অন্তত দুটি বিজ্ঞাপন দিতে হবে। তবে কর বৃদ্ধি-কমের জন্য মূল্য পুনর্নির্ধারণের প্রয়োজন পড়লে বিজ্ঞাপন দেয়ার প্রয়োজন পড়বে না।
বিধিমালায় বলা হয়, পণ্য সম্পর্কে কোনো মিথ্যা বা ভ্রান্ত ধারণার সৃষ্টি হয় বা সত্য নয়, এমন কোনো তথ্য বা অভিব্যক্তি কোনো মোড়কে ঘোষণা, প্রকাশ বা প্রদর্শন করা যাবে না। মোড়কজাত পণ্য সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য ভোক্তাকে অবহিত করা আবশ্যক হলে তা স্পষ্ট, সুনির্দিষ্ট ও সহজবোধ্যভাবে প্যানেলে উপস্থাপন করতে হবে।
‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’-এর ৪১ ধারায় আইন অমান্যে যে সাজার কথা বলা হয়েছে তা হলো, কোনো ব্যক্তি যদি এ আইন বা আইনের অধীন প্রণীত বিধির বিধানাবলি লঙ্ঘন করেন, মোড়কজাত আকারে, যে কোনো পণ্য বিক্রি, পরিবেশন, সরবরাহ বা হস্তান্তর করেন, অথবা পরিবেশন বা সরবরাহের ব্যবস্থা করেন, তা হলে অনূর্ধ্ব এক বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
কমিউনিটি/এমএইচ