32 C
Dhaka
মার্চ ২৬, ২০২৩

কভিডে মৃত্যুশূন্য রামেক হাসপাতাল

রাজশাহীতে করোনায় আজও ১৩ জনের মৃত্যু

প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ কিংবা উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। এ সময় সাতজন রোগী ভর্তি হলেও তিনজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

রোববার সকাল ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে কভিড-১৯ সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি

শামীম ইয়াজদানী জানান, ১০৪ শয্যার রামেক হাসপাতালের কভিড ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫২ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ৪৮ জন। বর্তমানে রাজশাহীর ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন, নাটোরের ছয়জন, নওগাঁর পাঁচজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার একজন, চুয়াডাঙ্গার একজন, দিনাজপুরের একজন, মেহেরপুরের একজন ও সৈয়দপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে কভিড নিয়ে ভর্তি রয়েছেন ছয়জন। কভিড-১৯ উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৫ জন। উপসর্গ ধরা পড়েনি ভর্তি ১১ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাতজন। এ এক দিনে হাসপাতাল ছেড়েছেন তিনজন।

এর আগে, শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষায় দুজনের কভিড-১৯ শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ২১৬টি নমুনা পরীক্ষায় ৯ জনের কভিড-১৯ ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে কভিড শনাক্তের হার রাজশাহীতে ৩ দশমিক ৪৩ শতাংশ।

কমিউনিটি/এমএইচ

আরও সংবাদ

সাগরে লঘুচাপ নিন্মচাপে পরিণত

কমিউনিটি নিউজ

সোমবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

সাগরে লঘুচাপের পূর্বাভাস দিল দপ্তর

কমিউনিটি নিউজ

বৃহস্পতিবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

বুধবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

মঙ্গলবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ