নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু করতে যাচ্ছে কতৃপক্ষ। শনিবার (১০ এপ্রিল) ভর্তি পরীক্ষার এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েট কর্তৃপক্ষ।
আগামী ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২৪ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত।
এবার কার্যক্রমটি কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে।
প্রাক নির্বাচনী পরীক্ষা
মাধ্যমিক পরীক্ষার গণিত , পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ের ফলাফলের ভিত্তিতে আবেদনকারীদের প্রথম ২৪০০০ জন প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করবে । এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে ।
৩১ মে ২০২১ | শিফট ১ | ক ও খ গ্রুপ | সকাল ১০ টা থেকে ১১ টা |
শিফট ২ | ক ও খ গ্রুপ | বিকাল ৩ টা থেকে ৪ টা | |
০১ জুন ২০২১ | শিফট ৩ | ক ও খ গ্রুপ | সকাল ১০ টা থেকে ১১ টা |
শিফট ৪ | ক ও খ গ্রুপ | বিকাল ৩ টা থেকে ৪ টা |
চুড়ান্ত ভর্তি পরীক্ষা
প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রথম ৬০০০ জন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন । মূল ভর্তি পরীক্ষায় কোন এমসিকিউ প্রশ্ন থাকবে না এবং সকল প্রশ্ন প্রচলিত লিখিত পদ্ধতিতে হবে ।
১০ জুন ২০২১ | মডিউল A | ক ও খ গ্রুপ | গণিত, পদার্থ ও রসায়ন | সকাল ১০ টা থেকে ১২ টা |
মডিউল B | খ গ্রুপ | মুক্তহস্ত অংকন এবং দৃষ্টিশক্তি ও ধীশক্তি যাচািই | বিকাল ২ টা থেকে ৩.৩০ টা |
ইউনিট পরিচিতি
গ্রুপ | বিভাগ | আবেদন ফি |
ক | ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ | ১০০০/- টাকা (প্রাথমিক + চূড়ান্ত আবেদন) |
খ | ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ | ১২০০/- টাকা (প্রাথমিক + চূড়ান্ত আবেদন) |
আবেদনের নূন্যতম যোগ্যতা
- এসএসসি: আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/ কারিগরি শিক্ষা বাের্ড থেকে গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে হবে।
- এইচএসসি: প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/ মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন তিনটি বিষয়ে মােট ৩০০ নম্বরের মধ্যে ২৭০ পেয়ে উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় পাস অথবা বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাস করতে হবে।
- তবে আবেদনকারীদের ভিতর থেকে প্রথম ২৪০০০+ জন কে প্রাথমিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে।
বিভাগের নাম ও আসন সংখ্যা
বিভাগেগের নাম | আসন সংখ্যা |
রাসায়নিক প্রকৌশল বিভাগ | ৬০ |
ধাতব প্রকৌশল বিভাগ | ৫০ |
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ | ১৯৫ |
পানি সম্পদ প্রকৌশল বিভাগ | ৩০ |
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ | ১৮০ |
নৌ স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশল বিভাগ | ৫৫ |
শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ | ৩০ |
বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ | ১৯৫ |
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ | ১২০ |
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ | ৩০ |
স্থাপত্য বিভাগ | ৫৫ |
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ | ৩০ |
মোট আসন সংখ্যা | ১২১৫ |
advertisement of UG admission test _Final(10-4-2021)
আগামী ৩১ মে ও ১ জুন চার শিফটে ১০০ নম্বরের ঘণ্টাব্যাপী এমসিকিউ টাইপ প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হবে। ১০ জুন অনুষ্ঠিত হবে মূল ভর্তি পরীক্ষা। এরপর আগামী ১ জুলাই নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে বুয়েট।
কমিউনিটিনিউজ/ এমএএইচ