28 C
Dhaka
জানুয়ারি ৩০, ২০২৩

১৫ এপ্রিল বুয়েট ভর্তি পরীক্ষার আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু করতে যাচ্ছে কতৃপক্ষ। শনিবার (১০ এপ্রিল) ভর্তি পরীক্ষার এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েট কর্তৃপক্ষ।

আগামী ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২৪ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত।

এবার কার্যক্রমটি কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে  থেকে জানা  গেছে।

প্রাক নির্বাচনী পরীক্ষা

মাধ্যমিক পরীক্ষার গণিত , পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ের ফলাফলের ভিত্তিতে আবেদনকারীদের প্রথম ২৪০০০ জন প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করবে । এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে ।

৩১ মে ২০২১শিফট ১ক ও খ গ্রুপসকাল ১০ টা থেকে ১১ টা
শিফট ২ক ও খ গ্রুপবিকাল ৩ টা থেকে ৪ টা
০১ জুন ২০২১শিফট ৩ক ও খ গ্রুপসকাল ১০ টা থেকে ১১ টা
শিফট ৪ক ও খ গ্রুপবিকাল ৩ টা থেকে ৪ টা

চুড়ান্ত ভর্তি পরীক্ষা

প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রথম ৬০০০ জন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন । মূল ভর্তি পরীক্ষায় কোন এমসিকিউ প্রশ্ন থাকবে না এবং সকল প্রশ্ন প্রচলিত লিখিত পদ্ধতিতে হবে ।

১০ জুন ২০২১মডিউল ‍Aক ও খ গ্রুপগণিত, পদার্থ ও রসায়নসকাল ১০ টা থেকে ১২ টা
মডিউল B খ গ্রুপমুক্তহস্ত অংকন এবং দৃষ্টিশক্তি ও ধীশক্তি যাচািইবিকাল ২ টা থেকে ৩.৩০ টা

 ইউনিট পরিচিতি

গ্রুপবিভাগআবেদন ফি
ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ১০০০/- টাকা (প্রাথমিক + চূড়ান্ত আবেদন)
ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ১২০০/- টাকা (প্রাথমিক + চূড়ান্ত আবেদন)

আবেদনের নূন্যতম যোগ্যতা

  • এসএসসি: আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/ কারিগরি শিক্ষা বাের্ড থেকে গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে হবে।
  • এইচএসসি: প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/ মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন তিনটি বিষয়ে মােট ৩০০ নম্বরের মধ্যে ২৭০ পেয়ে উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় পাস অথবা বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাস করতে হবে।
  • তবে আবেদনকারীদের ভিতর থেকে প্রথম ২৪০০০+ জন কে প্রাথমিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে।

বিভাগের নাম ও আসন সংখ্যা

বিভাগেগের নামআসন সংখ্যা
রাসায়নিক প্রকৌশল বিভাগ৬০
ধাতব প্রকৌশল বিভাগ৫০
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ১৯৫
পানি সম্পদ প্রকৌশল বিভাগ৩০
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ১৮০
নৌ স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশল বিভাগ৫৫
শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ৩০
বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ১৯৫
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ১২০
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ৩০
স্থাপত্য বিভাগ৫৫
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ৩০
মোট আসন সংখ্যা১২১৫

advertisement of UG admission test _Final(10-4-2021)

আগামী ৩১ মে ও ১ জুন চার শিফটে ১০০ নম্বরের ঘণ্টাব্যাপী এমসিকিউ টাইপ প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হবে। ১০ জুন অনুষ্ঠিত হবে মূল ভর্তি পরীক্ষা। এরপর আগামী ১ জুলাই নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে বুয়েট।

কমিউনিটিনিউজ/ এমএএইচ

আরও সংবাদ

শীতার্ত মানুষের পাশে রাজশাহী কলেজ কালের কন্ঠ শুভসংঘ

কমিউনিটি নিউজ

আরসিআরইউ’র নবীনবরণ অনুষ্ঠান

কমিউনিটি নিউজ

রাজশাহী কলেজে চালু হলো মেধাবৃত্তি

কমিউনিটি নিউজ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি এবারও বাড়লো

কমিউনিটি নিউজ

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

কমিউনিটি নিউজ

অবশেষে অনশন ভেঙেছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

কমিউনিটি নিউজ