নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ১৪৮ বছর পেরিয়ে ১৪৯ তম বছরে পা রাখলো দেশসেরা রাজশাহী কলেজ। বৃহস্পতিবার ( ১ এপ্রিল, ২০২১) সকাল সাড়ে ১০ টার দিকে কলেজের প্রশাসন ভবনের সামনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কেক কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) প্রফেসর মোহা: আব্দুল খালেক, সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো: আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ নাফিজ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান( ভারপ্রাপ্ত) প্রফেসর মো: শহিদুল ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নাজনীন সুলতানা, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পার্থ সারথি বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোসা: ইয়াসমীন আক্তার সারমিনসহ কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন।
কমিউনিটি/ এমএএইচ