শিক্ষা ডেস্ক, কমিউনিটি নিউজ:
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। কয়েকটি ধাপে এইসকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। ২০টি বিশ্ববিদ্যালয়ে সবমিলিয়ে ২৩ হাজার ১০৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষায় আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। পরীক্ষার হলে বসার আগেই শিক্ষার্থীকে ফি পরিশোধ করতে হবে। আবেদনকারী শিক্ষার্থীর যোগ্যতা যাচাই-বাছাইয়ের পর পরীক্ষার দিতে মনোনীত হলে মোবাইলে এসএমএস পাঠিয়ে নিশ্চিত করা হবে প্রার্থীকে।
আজ বৃহস্পতিবার গুচ্ছ পদ্ধতির অন্তভূক্ত বিশ্ববিদ্যালয় সমূহের উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমান গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পরীক্ষার আয়োজন করা সম্ভব হবেনা। তাই কবে পরীক্ষা শুরু করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ভর্তি পরীক্ষার আয়োজন হবে।
তিনি আরো বলেন, গুচ্ছ পদ্ধতিতে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর পরীক্ষার জন্য শিক্ষার্থীর মোবাইলে এসএমএস পাঠানো হবে। পরীক্ষায় বসার আগে শিক্ষার্থীকে ফি পরিশোধ করতে হবে। একজন প্রার্থী আবেদনের ক্ষেত্রে কোথায় ভর্তি হবে ও পরীক্ষায় বসবে, তা নিজেই পছন্দ করতে পারবে। এ জন্য ২০টি পছন্দ করার অপশন থাকবে।
এবিআর/কমিউনিটি নিউজ