21 C
Dhaka
জানুয়ারি ২৯, ২০২৩

বিএনসিসির রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় কুবির তাসরিফা 

কুবি প্রতিনিধি, কমিউনিটি নিউজ

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় হেডকোয়ার্টার পর্যায়ে ২য় স্থান অর্জন করেছেন কুুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিএনসিসি প্লাটুনের ক্যাডেট ল্যান্স কর্পোরাল তাসরিফা আক্তার স্মৃতি। তিনি কুুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

গত ২৯ জানুয়ারি ঢাকায় অবস্থিত বিএনসিসির হেডকোয়ার্টারে প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত  ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল  নাহিদুল ইসলাম বিএসপি, এনডিসি, পিএসসি। আরো উপস্থিত ছিলেন রমনা রেজিমেন্টের রেজিমেন্ট  কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল  রাহাত নেওয়াজ, পিএসসি, রেজিমেন্ট এডজুটেন্ট সোমেন কান্তি বড়ুয়া প্রমুখ।

রচনা প্রতিযোগিতায় প্রাথমিকভাবে প্লাটুন পর্যায়ে সেরা তিনজনকে বাছাই করা হয় এবং পরবর্তীতে রেজিমেন্ট পর্যায়ে বাছাইকৃত নিয়ে হেড কোয়ার্টারে সারা দেশের সেনা, নৌ এবং বিমান তিন শাখা মিলিয়ে সেরা ১১ জনকে পুরস্কৃত করা হয়।

রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট, নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও হেডকোয়ার্টার পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করায় ময়নামতি রেজিমেন্ট থেকে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করা হয়।

এবিআর/কমিউনিটি নিউজ

আরও সংবাদ

শীতার্ত মানুষের পাশে রাজশাহী কলেজ কালের কন্ঠ শুভসংঘ

কমিউনিটি নিউজ

আরসিআরইউ’র নবীনবরণ অনুষ্ঠান

কমিউনিটি নিউজ

রাজশাহী কলেজে চালু হলো মেধাবৃত্তি

কমিউনিটি নিউজ

অবশেষে অনশন ভেঙেছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

কমিউনিটি নিউজ

ফের দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

কমিউনিটি নিউজ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আরসিআরইউ’র মানববন্ধন

কমিউনিটি নিউজ