25 C
Dhaka
ডিসেম্বর ২, ২০২২

লাইভে গান শোনাবে নায়ক সাইমন

বিনোদন ডেস্ক, কমিউনিটি নিউজ:

জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বি হুজুর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় সাইমনের। পরে একই নির্মাতার ‘পোড়া মন’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ধীরে ধীরে নির্মাতাদের আস্থার প্রতীক হয়ে ওঠেছেন এই নায়ক।

এরইমধ্যে ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করে ঘরে তুলেছেন সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

সম্প্রতি সাইমন শাপলা মিডিয়ার তিনটি সিনেমায় একসাথে চুক্তিবদ্ধ হয়েছেন। তার একটির নাম ‘লাইভ’। শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমায় তাকে দেখা যাবে গায়কের ভূমিকায়। প্রথমবার গায়ক চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন এ নায়ক।

সাইমন বলেন,‘গেল কয়েকদিন ধরেই সিনেমাটির শুটিং করছি। বেশ গোছানো একটি টিম নিয়ে কাজ চলছে। ভালো করে কাজ করছি। সেইসাথে এটাও প্রত্যাশা এই সিনেমা ও আমার চরিত্রটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

‘লাইভ’ সিনেমায় সাইমনের বিপরীতে দেখা যাবে চিত্র নায়িকা মাহিকে। ‘পোড়ামন’, ‘জান্নাত’খ্যাত এই জুটি শাপলার আরও যে দুটি ছবিতে হাজির হবে তা হলো শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ ও শামীম আহমেদ রনির ‘নরসুন্দরী’।

সিনেমাগুলো চলতি বছরেই মুক্তি দেয়ার পরিকল্পনা করেছে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

এবিআর/কমিউনিটি নিউজ

আরও সংবাদ

দেশে কতদিনের জ্বালানি আছে তা জানালো বিপিসি

কমিউনিটি নিউজ

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প চালু হবে ২০২৭ সালে

কমিউনিটি নিউজ

বিশ্ববাজারে কমেছে গম ও ভুট্টার দাম

কমিউনিটি নিউজ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে যশোরে কাঁচাবাজারে আগুন

কমিউনিটি নিউজ

সুইস ব্যাংকের কাছে নির্দিষ্ট কোনও তথ্য চায়নি বাংলাদেশ: রাষ্ট্রদূত

কমিউনিটি নিউজ

শ্রীলঙ্কায় এক ধাক্কায় বিদ্যুতের দাম বাড়লো ৭৫ শতাংশ

কমিউনিটি নিউজ