আন্তর্জাতিক ডেস্ক, কমিউনিটি নিউজ:
মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সু চি ও দেশটির রাষ্ট্রপতি উইন মিনতকে আটকের পর দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি হয়েছে। পাশাপাশি দেশটির বড় শহরগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী।
রাজধানী নাইপিডো ও প্রধান শহর ইয়ানগনের রাস্তায় সেনা সদস্যদের টহল দিচ্ছে বলে জানায় বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়া সংবাদদাতা।
বিবিসির বার্মিস সার্ভিস জানিয়েছে, রাজধানীতে স্থগিত করা হয়েছে পার্লামেন্ট অধিবেশন এবং টেলিফোন, ইন্টারনেট ও টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করা হয়েছে।
বিবিসি জানায়, মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চিকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি’র (এনএলডি) একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালের অভিযানে আটক করা হয় প্রেসিডেন্ট উইন মিন্টসহ আরও কয়েকজন ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি’র (এনএলডি) নেতাকে।
বর্তমানে দেশটির রাজধানী নাইপিদো ও ইয়াঙ্গুন শহরের রাস্তায় রাস্তায় সেনাবাহিনীর টহল চলছে। রাজধানীর সাথে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সামরিক অভ্যুত্থানের ভয়ে গত কয়েকদিন ধরে দেশটিতে অস্থিরতা বিরাজ করছিলো। এরই মধ্যে ঘটলো এমন ঘটনা। গত নভেম্বরের নির্বাচনের পর থেকেই মূলত অস্থিতিশীল ছিলো মিয়ানমারের পরিস্থিতি। ভোটে সুচির দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও জালিয়াতির অভিযোগ তোলে সেনাবাহিনী।
এবিআর/কমিউনিটি নিউজ