27.5 C
Dhaka
আগস্ট ২০, ২০২২

খেলতে গিয়ে হরিণকে ‘বন্ধু’ বানিয়ে বাসায় আনলো শিশু

ডেস্ক রিপোর্ট, কমিউনিটি নিউজ:

সম্প্রতি সন্তানসহ ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ম্যাসানুটেন রিসোর্টে গিয়েছিলেন স্টেফানি ব্রাউন। সাথে ছিলো তার চার বছরের শিশু ছেলে ডমিনিক।

গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) তিনি ঘরের ভেতর টুকটাক কাজ করছিলেন, আর তার ছেলে ডমিনিক বাইরে খেলছিলো।

সামান্য সময় পরেই ছেলে ঘরে ফিরে আসে। কিন্তু একা নয়, সাথে একটি হরিণশাবক নিয়ে আসে ডমিনিক। এতে অবাক হয়ে যান ছেলেটির মা।

তিনি বলেন, ঘরের বাইরে যাওয়ার কিছু সময় পর দরজার সামনে পায়ের শব্দ শুনে তাকাতেই বিস্মিত হয়ে যাই। কারণ ছেলের সাথে একটি হরিণশাবক। শাবকটি বন্ধুর মতোই তার পাশে দাঁড়িয়েছিল। কোনো ধরনের অস্বস্তি লাগছে মনে হয়নি।

এবিসির প্রতিবেদনে বলা হয়, বিষয়টি সাথে সাথে ক্যামেরাবন্দি করে স্টেফানি। পরে ফেসবুকে শেয়ার করতে ভাইরাল হয়ে যায় ছবিটি।

স্টেফানি ব্রাউনের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ঘটনার সময় স্টেফানি ফ্রিজের খাবার বের করছিলো। কিন্তু দরজায় ডমিনিকের পাশে হরিণটি দেখে স্তব্ধ হয়ে যান। বুঝতে পারছিলোনা কী করবেন। পরে দ্রুত মোবাইল নিয়ে কিছু ছবি তুলেন।

ছবিগুলো ফেসবুকে পোস্ট দিতেই লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বয়ে যায়। মাত্র তিনদিনেই স্টেফানির ওই পোস্টে রিঅ্যাক্ট পড়ে ১৬ হাজার, কমেন্ট করেছে চার হাজার মানুষ আর শেয়ার হয়েছে ২৯ হাজারের বেশি।

স্টেফানি জানান, ডমিনিক হরিণটকে ঘরের ভেতরে আনতে চেয়েছিলো। খাবার দেওয়ার জন্য। অবশ্য, হরিণশাবকটি যেন দলছুট হয়ে না যায়, এজন্য তাকে আবার জঙ্গলে ফিরিয়ে দিয়ে এসেছে সে।

আরও সংবাদ

বিশ্ববাজারে কমেছে গম ও ভুট্টার দাম

কমিউনিটি নিউজ

শ্রীলঙ্কায় এক ধাক্কায় বিদ্যুতের দাম বাড়লো ৭৫ শতাংশ

কমিউনিটি নিউজ

৩ বছরের সর্বোচ্চে পৌঁছেছে ইইউ’র ভুট্টার আমদানি

কমিউনিটি নিউজ

কানাডার ৯৪ লাখ টন যব উৎপাদনের সম্ভাবনা

কমিউনিটি নিউজ

গোপনে নৌঘাঁটিতে আশ্রয় রাজাপক্ষের, বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা

কমিউনিটি নিউজ

ইউক্রেনে আসলে কত লোক মারা গেলো?

কমিউনিটি নিউজ