ডেস্ক রিপোর্ট, কমিউনিটি নিউজ:
ফিলিস্তিনের বিখ্যাম আলেম হাজ আমিন আল-হুসেইনির বাড়ি ভেঙে ইহুদিদের সিনাগগ বানাচ্ছে ইসরাইল। দেশটির গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, ৮৮ বছর আগে পাহাড়ের চূড়ায় সুন্দর বাসস্থান নির্মাণ করেছিলেন প্রখ্যাত এ ইসলামী চিন্তাবিদ।
দ্বিতীয় মহাযুদ্ধের আগে ১৯২০-১৯৩০ সালে আল-হুসেইনি বার্লিনে ছিলেন। এ কারণে নাজি বাহিনীর হাতে ইহুদিদের নির্যাতনকে মুসলমানদের ষড়যন্ত্র বলে অপপ্রচার চালায় ইহুদিরা।
ইজরাইল নাজি বাহিনীর বন্ধু হিসেবে এই আলেমকে অভিহিত করে থাকে। ফলে মুফতি প্যালেস নামে ৫০০ বর্গমিটারের ওই বাসস্থান দখল করে সেখানে সিনাগগ নির্মাণ করছে দেশটি।
এখানে প্রায় ১০ বছর আগে বাসস্থান ভেঙে ইহুদি বসতি গড়া হয়। বর্তমানে সেখানে ইহুদিদের সিনাগগ তৈরির কাজ শুরু হয়েছে।