আন্তর্জাতিক ডেস্ক,কমিউনিটি নিউজ: ‘বিজেপি আবার ক্ষমতায় এলে ভারতের ৩ হাজার ৫০০ মসজিদ ভেঙে দেবে’ বলে দাবি করেছেন ভারতের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান বদরুদ্দিন আজমল।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) আসামের ধুবড়ির গৌরীপুরের এক জনসভায় তিনি এ মন্তব্য করেছেন।
এ সময় এই নেতা বলেন, বিজেপি হলো দেশের শত্রু। আর মহিলাদের জন্য বিপদ। বিজেপি সাড়ে ৩ হাজার মসজিদের তালিকা তৈরি করেছে। তারা যদি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে ওই মসজিদগুলো ভেঙে দেওয়া হবে।
তিনি বলেন, আসাম রাজ্যে যদি আবার বিজেপি আসে তাহলে বোরকাপরা মহিলাদের বেরোতে দেওয়া হবে না, মসজিদে আজান দিতে দেবে না। তিনি প্রশ্ন করেন এ রকমভাবে কি মানুষ বেঁচে থাকতে চায়!
এদিকে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি আজমলের ওই মন্তব্য আসামে বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশটির রাজনৈতিক মহলের ধারণা, সাম্প্রদায়িক মেরুকরণের জন্য মন্তব্য করেছেন আজমল। অথচ বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ নীতিকে ঠেকাতেই মহাজোট তৈরি করেছে কংগ্রেস রাজ্যের ৫ দল।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, এমন বক্তব্যের প্রেক্ষিতে আসাম কংগ্রেসের সভাপতি রিপুন বোরা জানান, তারা এ রকম কথা কখনো বলবেন না। আজমল কি বলেছে সেটা তিনি শুনেছেন বলে রিপুন জানান যে, আজমলের সাথে এ নিয়ে কথা বলবেন। আজমল এ রকম কথা বলায় ভারতীয় হিন্দুরা চটে যেতে পারে, এটি ভেবেই এখন রাতের ঘুম নষ্ট হচ্ছর কংগ্রেস নেতাদের এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
সূত্র: হিন্দুস্তান টাইমস