18 C
Dhaka
জানুয়ারি ৩০, ২০২৩

সুদানে জাতিগত সহিংসতায় নিহত ৪৮

বিশ্ব ডেস্ক, কমিউনিটি নিউজ: সুদানে জাতিসংঘের শান্তিরক্ষীরা দায়িত্ব ছাড়ার দুই সপ্তাহ পরই জাতিগত সহিংসতা শুরু হয়েছে। আবারও শুরু হওয়া সহিংসতায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জন। আহত হয়েছেন ৯৭ জন।

রোববার (১৭ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় চিকিৎসকদের বরাতে বার্তা সংস্থা সুনা জানায়, পশ্চিম দারফুরের রাজধানী আল জেনেইনায় শুরু হওয়া মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত তা ৪৮ জনে দাঁড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সহিংসতা এখনও চলছে।

পশ্চিম দারফুরের রাজধানী আল জেনেইনায় স্থানীয় সময় শনিবার সকালে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার জেরে মাসালিত এবং আরব্য যাযাবর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লাগে। এই সহিংসতা সময়ের ব্যবধানে ব্যাপক আকার ধারণ করে। সংঘর্ষে যোগ দেয় সশস্ত্র মিলিশিয়ারাও। সহিংসতার মধ্যে বেশ কয়েকটি বাড়িঘরে আগুনও ধরিয়ে দেয়া হয়।

জাতিসংঘের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী, সুদানে ২০০৩ সালে শুরু হওয়া সহিংসতায় অন্তত তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছে, ঘরছাড়া হয়েছেন আরও ২৫ লাখেরও বেশি।

গণবিক্ষোভের মাধ্যমে ২০১৯ সালে টানা ৩০ বছর ক্ষমতায় থাকা ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করে সুদানের প্রেসিডেন্ট হন হামদক।তারপর থেকেই ব্যাপক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি।

সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক এক টুইট বার্তায় জানান, তিনি ঘটনা তদন্তে পশ্চিম দারফুরে একটি উচ্চ ক্ষমতার একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন। তারা ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিবে।

আরও সংবাদ

বিশ্ববাজারে কমেছে গম ও ভুট্টার দাম

কমিউনিটি নিউজ

শ্রীলঙ্কায় এক ধাক্কায় বিদ্যুতের দাম বাড়লো ৭৫ শতাংশ

কমিউনিটি নিউজ

৩ বছরের সর্বোচ্চে পৌঁছেছে ইইউ’র ভুট্টার আমদানি

কমিউনিটি নিউজ

কানাডার ৯৪ লাখ টন যব উৎপাদনের সম্ভাবনা

কমিউনিটি নিউজ

গোপনে নৌঘাঁটিতে আশ্রয় রাজাপক্ষের, বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা

কমিউনিটি নিউজ

ইউক্রেনে আসলে কত লোক মারা গেলো?

কমিউনিটি নিউজ