আন্তর্জাতিক ডেস্ক: ২০২২-২৩ বিপণন মৌসুমের প্রথম পাঁচ সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভুট্টা আমদানি তিন বছরের সর্বোচ্চে পৌঁছেছে।
নিম্নমুখী উৎপাদনের কারণে স্থানীয় চাহিদা মেটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই আন্তর্জাতিক বাজার থেকে ক্রেতারা আমদানি বাড়িয়েছেন।
২০২২-২৩ বিপণন মৌসুম শুরু হয়েছে ১ জুলাই। মৌসুমের প্রথম পাঁচ সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন সব মিলিয়ে ১৬ লাখ ২০ হাজার টন ভুট্টা আমদানি করে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১২ লাখ ৩০ হাজার টন। ২০১৯-২০ মৌসুমের পর এটিই সর্বোচ্চ আমদানি। ওই মৌসুমে দেশটি ২১ লাখ ৩০ হাজার টন ভুট্টা আমদানি করেছিল। ইউরোপিয়ান কমিশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইউরোপের প্রধান শস্য উৎপাদক দেশগুলোয় খরা ও উষ্ম আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে গত মাসে দেশগুলোর উৎপাদন সম্ভাব্যতা অনেক কমেছে। এ পরিস্থিতিতে ইইউর ক্রেতারা আন্তর্জাতিক বাজার থেকে ভুট্টা ক্রয় বাড়িয়েছেন।
ইউরোপিয়ান কমিশন সম্প্রতি ২০২২-২৩ বিপণন মৌসুমের ভুট্টা উৎপাদন পূর্বাভাস কমিয়েছে। জুনে ৭ লাখ ১৭ হাজার টন উৎপাদনের পূর্বাভাস দেয়া হলেও বর্তমানে তা ৬ লাখ ৫৮ হাজার টনে নামিয়ে আনা হয়েছে। গত বিপণন মৌসুমে অঞ্চলটিতে ৭ লাখ ২৭ হাজার টন ভুট্টা উৎপাদন হয়। সে হিসেবেও চলতি মৌসুমে উৎপাদন কমবে।
এদিকে মার্কিন কৃষি বিভাগও (ইউএসডিএ) উৎপাদন পূর্বাভাস কমিয়েছে। এপ্রিলের তুলনায় ৩৫ লাখ টন কমিয়ে ৬ কোটি ৪০ লাখ টন নির্ধারণ করা হয়েছে।
এদিকে উৎপাদন কমায় চলতি মৌসুমের জন্য আমদানি পূর্বাভাস বাড়ানো হয়েছে। এ সময় অঞ্চলটি সব মিলিয়ে ১ কোটি ৬০ লাখ থেকে ১ কোটি ৬৫ লাখ টন ভুট্টা আমদানি করতে পারে। ইউক্রেন ও ব্রাজিল দেশটিতে সবচেয়ে বেশি ভুট্টা সরবরাহ করবে।
এর মধ্যে রাশিয়া ও ইউক্রেনে সম্প্রতি খাদ্যশস্য রফতানিসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হওয়ায় সরবরাহ নিয়ে সম্ভাবনা দেখছে ইইউ। চলতি বিপণন মৌসুমের শুরু থেকেই ইইউর শীর্ষ ভুট্টা সরবরাহকারী ছিল ইউক্রেন। এখন পর্যন্ত দেশটি ইইউতে ৭ লাখ ৪৯ হাজার ২০০ টন ভুট্টা সরবরাহ করেছে, যা এ বছরের মোট আমদানির ৪৬ দশমিক ২ শতাংশ। অন্যদিকে ব্রাজিল সরবরাহ করেছে ৬ লাখ ৮৮ হাজার টন, যা মোট আমদানির ৪২ দশমিক ৪ শতাংশ।
চলতি মৌসুমের প্রথম পাঁচ মাসে ইইউর গম রফতানি ১৭ লাখ ৭০ হাজার টনে উন্নীত হয়েছে। গত মৌসুমের একই সময় রফতানির পরিমাণ ছিল ১৫ লাখ ৭০ হাজার টন।
কমিউনিটি/এমএইচ